করোনার বিষ ঢালে অহর্নিশ ,
কি হবে উপায় নেই যেন শেষ ।
কত প্রিয়জন হলো অবসান ,
চারিদিকে শুধু বাধা ব্যবধান ।
                
                        করোনার বিষে নীল হলো সব
                         নেই সরগোল নেই উৎসব ।
                         শুধুহয় ভয় কি হয়কি হয় ,
                        শুধু সংশয় শুধু সদা ভয় ।


আর না এসো করোনা তুমি
ছেড়ে দাও জগৎ ভূমি   ।
যদি আস কোন ছলে ,
দেব তোমায় আস্ত গিলে ।


                      পেটের ভেতরে করবে লটপট ,
                      মরবে তুমি সেথা করে লটপট ।
                 জগৎবাসি তোমায় খাবে এবার গিলে    
                 নিশ্চিত এবার তুমি মরবে হেথাএলে।


করো-না তুমি আর বাড়াবাড়ি ,
এবার তুমি মরবে তাড়াতাড়ি ।
চলে যাও তুমি এ-ভূভাগ ছাড়ি ,
নাহয় এবার খাবে বিষম বাড়ি ।


*****************
সন্ধ্যা -৫ :৩০ মিনিট !
৩১ /০১ /২২ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !