এ মনোমন্দিরে  তোমায় এঁকে রেখেছি ,
ধূপ ও প্রদীপে  তোমায় বরণ করেছি ।
শ্বেতচন্দনে ফুলে দিলাম সাজিয়ে  ,
জনম জনম থাকো হৃদয় মাঝারে  ।
করুণা করে এসো প্রভু ধরার 'পরে ,
'রাধানামে' তুফান তোল জগৎ মাঝারে ।
              মম ভক্তি শতদল দিলাম তব পায়  ,
              প্রেম ডোরে ওগো প্রিয়  বাঁধিব তোমায় ।
              যে নামে প্রেমের বান এনেছো ধরায় ,
              সেই নামে প্লাবন উঠে হৃদয় দরিয়ায় ।
             এসো এসো হে প্রভু করুণা করে ,
             'হরিনাম 'দিয়ে মাতাও জগৎবাসীরে  ।
তনু মন প্রাণ মম তোমায় সঁপিলাম ,
তুমি মোর শ্যামা শ্যাম আর মোক্ষধাম ।
ওহে গিরীধারী সুন্দর মদনমোহন ,
দরশন দিয়ে কর পাপ বিমোচন  ।
এসো গিরীধারী তুমি ব্রজের গোপাল ,
নন্দের নন্দন তুমি যশোদার গোপাল ।


    ******************
রবি؛ এবং সোমবার
২৯ /০৯/ ১৩ ও ৩০/ ০৯/ ১৩
অলটেন = সুইজারল্যান্ড   !