ক্রোধের অনলে সব পুড়ে হয় ছাই ,
সমাজ ,সংসার পুড়ে ,অন্তর পুড়ে তায়  ।
ক্রোধ সম মহাপাপ নেই এই সংসারে ,
ক্রোধের  বশীভূত যে জন সেই জনই মরে  ।
ক্রোধতে সম্পর্ক নষ্ট ,জীবন নষ্ট হয় ,
ক্রোধেতে জীবন দগ্ধ হয় আর কূলক্ষয়  ।
ক্রোধে ভাতৃবিচ্ছেদ হয় ক্রোধে সর্বনাশ হয় ,
ক্রোধে শান্তির গৃহস্থ ভেঙ্গে টুকরো টুকরো হয় ।


ক্রোধে সুখের সংসার ছারখার হয় জীবন সংশয়  ,
জীবন অস্থির সদা হয় বিষময় ক্রমান্নয় ।
ক্রোধের আগুনে সদা সৎকর্ম ,সৎচিন্তা ভুল হয় ,
আত্মগ্লানি সদা কুপথে সদাই নিয়ে যায় ।
ক্রোধসম মহাপাপ নেই এই সংসারে ,
কর ক্রোধ সম্বরন ,সংযম কর আপনারে ।


      😳😳😳😳😳😳😳😳😳😳😳


সন্ধ্যা -৫ : ৩০ মিনিট ।
২০ /০১ / ২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥