খড়্গ হতে চামুন্ডা হইদ উদয় ,
ক্ষেমঙ্করী রূপ ধরে এলেমা হেথায় ¡
খোলা তরবারি হস্তে এদমা রুদ্রানী ,
খেলো  বিশ্বে মাগো তুমি রণঙ্গিনী ¡


খেচর ,জল ,স্থল ,চতচর ,
খরা ,ঝড় ,বৃষ্টি ,মহীতল ,¡
খেলাও তুমি মাগো দিবস যামিনী ,
খলখল বহে গঙ্গা তোমার সতিনী ¡


ক্ষমা কর মহামায়া ,
খর্ব কর লোভ ,ক্রোধ,পাপ ভয় ¡
ক্ষিতি তলে আছে যত তোমার সন্তান ,
ক্ষিতিশ ঘরনী কর মাগো অভয় প্রদান ¡


          ***********
রাত্রি-৮:৪৫ মিনিট ,
২৪ /০৩/২০১৮ শনিবার !
ডেবরা ¡                          (  আজ নবরাত্রি , শ্রী রামনবমী ও বসন্ত নবমী )