জানো মাগো খেলতে গিয়ে শুনি ওদের বাড়ী ,
আজকে ওদের হয়নি রান্না উনুনে চড়েনি হাঁড়ি ।
ক্ষিদের জ্বালায় সবাই কেমন করছে  ছটফট ,
খিদে মেটাতে খাচ্ছে ওরা শুধু জল ঢক ঢক ।
ছোট ছেলে ক্ষীদের পেটে জুড়ে দিল কান্না  ,
মা বুঝিয়ে বললে ওকে,শোন খোকা হয়নিকো রান্না ।
সারাটাদিন কাটছে ওদের কিচ্ছুটি না খেয়ে ,
এমন কিছুই নেই যে ঘরে ক্ষিদে মেটায় তা' দিয়ে ।
সমস্তদিন নিতুস হয়ে আছে ওরা না খেয়ে ,
দাওনা মাগো কিছু খাবার দিয়ে আসি গিয়ে  ।
ওদের ঘরে নেই কোন খাবার ক্ষিদের জ্বালায় মরে ,
কিছু খাবার দাওনা মাগো দিয়ে আসি ওদের ঘরে  ।
আমরাতো মা খেয়ে দেয়ে বেশতো আছি সুখে ,
আজকার খাবার দাওনা মাগো দিয়ে আসি ওদেরকে ।
ভলো মন্দ কতই খাবার মোরা খাচ্ছি  অহরহ ,
ওরা যে উপসি আছে মা দেয়না খাবার কেহ ।
ক্ষীদে পেলে খাবার মোরা খাইযে সময় মতো ,
ক্ষিদে পেলেও নেই যে খাবার ওরা দুঃখী যতো ।


      ********************
       😭😭😭😭😭😭😭😭😭😭😭


দুপুর - ১২ :১০ মিনিট ।
০৯ /০৭ /২১ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।