কে বলে এই দেশ নিরাপত্তার দেশ ?
স্থান , কাল , ব্যক্তি , সবই নিরাপদ ?  
পশু চিকিত্সক প্রিয়াংকা পশু চিকিত্সা
করতে গিয়েই নরপশুদের দ্বারা ধর্ষিতা
হয়ে , তার জীবনের যবনিকা এলো ।
এই কি মনুষ্য সমাজ ,ব্যক্তি চেতনার
সুগঠিত দেশ ?
এখানে মানুষের বাস ভাবতেও অবাক লাগে ।
এটা কি বন্য পশু না বনমানুষের বিচরণ ক্ষেত্র । একটা বড় জিজ্ঞাসা কি (? )।কে দেবেএর সদুত্তর?
কোথায় নারীর নিরাপত্তা ? বনে-জঙ্গলে , শহরে -নগরে ,প্রান্তরে , গ্রামে-গঞ্জে, বাসে , ট্রামে ,ট্রেনে,  
টোটো তে ট্যাক্সি তে কোথায় ?
সর্ব ক্ষেত্রেই নারীদের অপমানিতা ,লাঞ্ছিতা , ধর্ষিতা , হতে  হয়ে কেন ? এদেশের আইন , প্রশাসন , কোথায় ? লিপ্ষা পুরুষরূপী পশুদের শিকার নারী ?
কি দোষ নারীর । নারী হয়ে জন্মানো ?
নারীকে নররূপি উন্মত্ত কামুক পুরুষের গ্রাস হতে হয় ?
কেন হাজার হাজার প্রিয়াঙ্কাকে ধর্ষিতা হয়ে পুড়ে মরতে হয় ?

             😳😳😳😳😳😳😳😳😳😳


বিকেল ৪:৪৭ মিনিট ।
০৭ /১২/২০১৯ শনিবার ।
কেরাণিটোলা মেদিনীপুর ।