ললাট লিখন কি যে ,নহেক জ্ঞাতব্য  ,
যাহাই ঘটিবে ভাগ্যে তাহা ভবিতব্য ।


যে যেমন কর্ম করে ,ফল পায় তার ,
ইহ জনমেই সেই ফল ,পরজন্ম নেই আর ।


ছোট ,বড় ,গুরু ,লঘু ,জ্ঞান নাহি করে ,
অহংকারে মদন্মোত্ত ,নরপশু অন্তরে ।


পাশবিক আচরণ ,নররূপী মানুষ ,
বিবেকে পশুত্ব সদা ,কর্মেও বেহুঁশ ।


কর্মহীন ,বিবেকহীন ,অকর্মণ্য মানবে ,
আনন্দ লালসায় ভোগে ,অশেষ বৈভবে ।


থাকে তারা বিলাশে,ব্যাসনে আর রাজভোগে ,
কর্মনেই ,নেই চিন্তা ,এল কোথা হ'তে ।


লোলুপ লালসা লাগি করে নারী ধর্ষণ ,
হিতাহিত জ্ঞান নাহি করে অনুক্ষণ ।


নিজ ভোগ ,অর্থ হেতু বহু নারী ,শত ভ্রুণ
  ধরিয়া জঠরে ,
মহাপাপ সম ,শিশু হত্যা , ভ্রুণ হত্যা করে ।


জহ্লাদিনী সেই মাতার কি হয় ললাটের লিখন ?
ইহ জনমে ফল তার পাইবে সুনিশ্চয় ।


" যথা ধর্ম তথা জয় "শোন যতেক জন ,
    আছে কিনা জানা নেই ললাট লিখন ।


কূলশীলহীনা যেবা দুশ্চরিত্রা রমনী ,
জননী নহেক সে মানব ঘাতিনী ।


ভদ্রশীলা ভামিনী যত সেজে গুজে ঘোরে ,
মায়াবিনীর মায়ার ফাঁদে যত বেহুঁশ পড়ে ।


ফাঁদে পড়ে নরাধম নরকেতে যায় ,
আসল কি নকল ,বুঝেও বুঝিতে না চায় ।


            *************
রাত্রি --৯:৩৩ মিনিট ,
০৫ /১২ /২০১৮ বুধবার ,
কেরাণীটোল =মেদিনীপুর ।