৪৩. "ভ্রুমধ্য "পড়ে বক্রেশ্বরে ,সেথা প্রতিষ্ঠিতা দেবী  "মহিষ মর্দ্দিনী" ,
      হোথায় 'ভৈরব বক্রনাথ ' ,সিদ্ধিলাভ করেন সেথা অষ্টবক্রমুনি !
৪৪.  যশোরে "দেবীযশোরেশ্বরী " যেথা পড়ে "পানিপদ্ম ",
       দেবীর পাশেই সেথা প্রতিষ্ঠিত "ভৈরব চন্ড "!
৪৫.   নন্দীপুরে "হার "পড়ে ,সেথা প্রতিষ্ঠিতা "দেবী নন্দিনী ",
        মহাপীঠস্থান সেথা "ভৈরব নন্দিকেশ্বর "নামে খ্যাত যিনি !
৪৬.    "মণিময় কুন্ডল আর মণিকর্নিকা " পতিত হয় বারাণসীতে ,
         সেখানে "দেবী বিশালাক্ষী ও ভৈরবকাল '' প্রতিষ্ঠিত একসাথে !
৪৭.    ''পৃষ্ঠদেশ ''পড়ে কন্যাশ্রমে ,যেথায় প্রতিষ্ঠিতা ''দেবী শর্ব্বানী '',
         ''ভৈরব নিখিষ '' সেথায় থাকেন ,যেথা ''মা শর্ব্বানী ''!
৪৮.    ''দেবী ইন্দ্রাক্ষী ''নামে জাগ্রত মাতা ''নূপুর ''পড়ে যেথা ,
          সেথা ''ভৈরব রাক্ষসেশ্বর  শ্রীলঙ্কায় প্রসিদ্ধা !
৪৯.   ''পদাঙ্গুলি ''পড়েছিল বিরাট দেশেতে ,''দেবী অম্বিকা "নামে খ্যাত ,
           সেথা ''ভৈরব সর্বানন্দ ''বাবার পাশে ''দেবী বর্গভীমা ''মাতা  !
৫০.     বিতাসক (তমলুক ) এ ''বামগুলফ '' পড়ে ,''দেবী ভীমরূপা '',
          সেথায়ও ''ভৈরব সর্বানন্দ '' ,পূজিতা '''দেবী বর্গভীমা ''মাতা !
৫১.    ত্রি সোতায় ''ভৈরব ঈশ্বর''সতীর বামপদ '' পড়েছিল যথা ,
         ''দেবী ভ্রামরী '' বিগ্রহ মাতার ,এইস্থানে হন পূজিতা  !
          এই একান্ন পীঠস্থানে (তীর্থে ) যে করে ভ্রমণ  ,
           পুণ্যাত্মা সেইজন ,ধন্য তার জনম !



                       ***********


০১/১১/২০১১ ,মঙ্গলবার ,
বেলা - ১০:৫৫ মিঃ ,বসন্তপুর !