সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য
                     না করিলি কখনো  ,
মনে মনে ভেবেছিলি তুই
                    চির যুবক এখনো ।
এখন আর নেই টাকার গরম
                   নেই ও যুবক আর ,
ভাবিতে উচিৎ ছিল
                যখন পালাতিস বারবার ।
কেউ দেয়না ঢুকতে ঘরে
                  কেউ আর না দেয় ঠাঁই ,
তখন ভাবলি "কি করে খাব
                    কোথায় এখন যাই "?
এখন কেউ বলেনা কথা আর
                     কেউ না বাসেভালো  ,
এখন শুধু পরের দয়ায়
                  চোখের জল ফেলো ।
সারা জীবন সংসারকে জ্বালিয়ে
                 ঘুরে মরলি নিজের সুখে ,
পড়ে এখন বিপাকে
                এলি ফিরে ঘরকে ।
আপন আপন করলেও
            তোর হবেনা কেউ আপন ,
নিজের সুখের  ঘরেই তুই
              করেছিস বিষ বপন ।
খাবার ,থাকার স্থান নেইকো
                       ভাবলি করি কি  ?
শেষ পর্যন্ত ঢেঁকির গড়ে
                   এসে সেই পড়লি  ।
টাকার দেমাক কোথায় গেলো
                  কোথায়  রূপ  যৌবন  ?
দুনিয়াটা আঁধার এখন
                   আঁধার দুই নয়ন ।
এতো ভূগেও এখনো তোর
                     গেলনা শয়তানী ,
আরামেতে থেকে এখন
                  আবার করিস ভন্ডামী ।


        ***************
সকাল - ৯ :৩০ মিনিট !
০৪ /০৪ /২২ সোমবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !