কোকিল কন্ঠী তুমি চলে গেলে আজ ,
রয়েগেল তোমার কন্ঠের  সুরেলা আওয়াজ ।
২৮শে সেপ্টেম্বর ১৯২৯ সালে জন্মেছিলে তুমি ,
মধ্যপ্রদেশের ইন্দোরে তোমার জন্মভূমি ।
সুরের সম্রাজ্ঞী তুমি তোমার যত গান ,
রয়ে গেল স্মৃতি হয়ে তোমার অবদান ।
৬ই ফেব্রুয়ারী ২০২২ সালে তুমি চলে গেলে ,
তোমার সু-কন্ঠের গান ভারত অবদান পেলে ।
ভারতরত্ন তুমি সারা ভারতের সম্মান ,
চিরদিন অমর হয়ে থাকবে তোমার গান ।
মা সরস্বতীর বরপুত্রী তুমি ছিলে লতাজী  ,
তাই সরস্বতী সঙ্গে তোমায় নিয়ে গেলেন বুঝি ।
তোমার সুরেলা কন্ঠের সুমধুর গান ,
চিরদিন অম্লান রবে হবেনা ম্রিয়মান ।


  *******************
সকাল -১০ : ৩৮ মিনিট !
০৮ /০২ / ২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !