লাল জবা বিল্বদলে ,
লাল চরণে অঞ্জলি ফুলে ¡
লও মা আমায় তুলে কোলে ,
লাভ হবে তোর চরণ রাতুলে ¡


লাগলো ঘুন হৃদয় কমলে ,
লয়ে চল মা তোর পদতলে ¡
লাখপতি হতে চাইনা শ্যামা ,
লক্ষ্য মা তোর চরণ উমা ¡


লজ্জাহীনা তুই যে মাগো ,
লাখো জনার মধ্যে জাগো ¡
ললাটে তোর রবি ,চন্দ্রকলা ,
লাবণ্যময়ী তুই মাগো বগলা ¡


লেখা কি মা এই কপালে ,
লিপি ভাগ্যের  ,মা দিস না ফেলে ¡
লোকে বলে তুই সর্বনাশী ,
লালসা মনে ,তোর চরণ পিয়াসি ¡


লহরি যদি উঠে ফুলে ,
লহমায় তুই  দেমা ফেলে ¡
ললিত তোর পা দুখানি ,
লতার ন্যায় জড়াই আমি ¡


লম্পটে তুই দূরে ঠেল মা ,
লুপ্ত কর মা  লোলুপ কামনা ¡
  লড়বো কি মা আর ,তুই বিনে ,
লাভ কি মা মোর এ জীবনে ¡


            ********
দূপুর -১২:১০ মিনিট ,
০৫ /০৫ /২০১৮ শনিবার ,
        ডেবরা ¡