লোভে হয় বিপত্তি লোভে হয় জীবনের ক্ষতি ,
সংশোধন হয়না ক্ষতির পরে যতই কর মেহনতি ।
লোভে যায় মান সম্মান ক্ষেসারত তার অপমান ,
আর ফিরে আসেনা মান যদি হারায় একবার সম্মান ।
লোভে হয় অর্থহানি সম্মান হানি জীবন হানি ,
জীবনের যত গ্লানি মুছে যায়না কখন-ই  ।
লোভ হয় যখনই মাথায় আসে শয়তানি ,
কি করে হয় আত্মস্যাৎ বুদ্ধি আঁটে তখন-ই ।
লোভ যদি থাকে মনে তারে না দেখে অন্যজনে ,
দেখা হলে তার সনে এড়িয়ে যায় প্রতিক্ষনে ।
লোভে না থাকে লজ্জার ভয় আত্মগ্লানি সদা দগ্ধয় ,
লোকে দেখে ঘৃণার চোখে থাকেনা আত্মসম্মানের ভয় ।


                *****************


বিকাল - ৩:৩০ মিনিট ।
২২ /০৬ /২১  মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।