হৃদয় বীনার তন্ত্রে বান্ধা 'মা' নামেরই সুর
সে সুর বাজিয়া উঠে বড়ই সুমধূর।
সপ্তসুর নহে সেতো, নহে রাগ-রাগিনী,
সে কেবল একটি সুর, শুধুই 'জননী'।
'মা' নাম আনিলে মুখে, বুক ভরে যায় সুখে,
'মা' নামের মহিমাতে ভয়-ভাবনা দূরে থাকে।
'মা' নামে বানধিয়ে বুক বীর বিদ্যাসাগর,
পার হয়েছিলেন সেই ভরা দামোদর।
'মা' নামেতে আছে যাদু, মহিমা অ-পার,
'মা' নামের ভিতর আছে " ওম " নিরাকার।
'মা' নামের যাদুতে আছে কিযে মোহিনী,
সবাই ভুলে যায়, তবু 'মা' তো ভোলেনি।
'মা' নাম নিলে মুখে আনন্দে উথলে উঠে বুক,
'মা' র মুখ পড়লে মনে, মনে জাগে কত সুখ।
আজও মনে পড়ে 'মা'য়ের হাসি ভরা মুখ খানা,
সে হাসিতে শীতল হয় যত রোগ আর যন্ত্রনা।
'মা' তারেতে বেনধেছিলাম মোর মনসুর,
সে সুর থামিয়া গেছে, বেদনা বিধুর।
    -----------*------------