মা আসছেন ,মা আসছেন ওরে ,
আনন্দের জোয়ার লাগে বাংলার ঘরে ঘরে !
হরের ঘরে আছে উমা কেমন করে তাই ,
কত লোকে কত বলে শুনে মা ভাবে তাই !


মার ধৈর্য্য না ধরে মনে ,
জামাই ভীক্ষা করে এই চিন্তনে ,
শের চর্ম কোটিবন্ধে পরি ,
সারা অঙ্গে মাখে ছাই তারি !


নন্দী -ভৃঙ্গি তার চেলা ,
শ্মশানে মশানে কাটায় বেলা ,
গাঁছা ,ভাঙ্গ , করে আহার ,
ফণী ভূষণ অঙ্গে যে তার !


মা ভাবেন উমা তারি সঙ্গে ,
ছাই -ভস্ম মাখে অঙ্গে !
কি করে কাটায় দিন -
বর্ন উমার হয়েছে মলিন !


উমার সোনার অঙ্গ হয়েছে কালি ,
মা মেনকা ভাবেন খালি -
যাও গিরিরাজ আন উমাধনে  ,
আমার মনে না ধৈর্য্য মানে !


বছর পরে উমা আসবে ঘরে ,
মনে মায়ের ধৈর্য্য না ধরে ,
উমা এবার এলে পরে ,
আর পাঠাবেনা হরের ঘরে !


       *********
বিকেল -৩ঃ১০ মিনিট ,
১২ /০৯ /২০১৮ বুধবার ,
অলটেন - সুইজারল্যান্ড  -