আনন্দিনী উমা আমার এলি কিরে গিরি পুরে ,
গিরিপুর আলো করে ,আনন্দ আর ধরেনা রে !
তুই আমার উমা সতী ,ভাঙ্গড় ভোলা তব পতি ,
বুঝিনা তার মতি গতি ,সদা থাকে ভাঙ্গে প্রবৃত্তি !
ছাই মেখে সারা অঙ্গে ,ভূত পিশাচ লয়ে সঙ্গে ,
মাথায় জটা , ব্যাঘ্রচর্ম পরে ,হাতে ডম্বরু মুখে ফুকে শিঙে !


আয়মা উমাআয় মা বুকে ,তোরে আমি রাখি বুকে ,
এতোদিন তুইছিলি দুঃখে ,আর হরের ঘরে পাঠাবোনা তোকে !
তুই গিরি নন্দিনী ,কালি হল সোনার বরন খানি ,
তুই মা স্বামী সোহাগিনী ,গঙ্গা মা তোর সতিনী !


লক্ষ্মী ,সরস্বতী ,কার্তিক ,গনেশ জননী তুমি ,
সিংহারূঢ়া ,সিংহপৃষ্ঠে ,আয় মা সিংহ বাহিনী !


আসবি মা সম্বৎসর পরে , আর পাঠাবোনা কৈলাশপুরে ,
যা বলে বলুক লোকে ওরে ,আর পাঠাবোনা হরের ঘরে !


                 ××××××××××××××
দূপুর - ১:৫০ মিনিট ,
১৪/১০/২০১৮ রবিবার,
মেদিনীপুর - কেরাণীটোলা !