ভ্রুন রূপে জঠরে তব করেছি জনম ,
             সেই ভ্রুন গর্ভে তব দিন দিন বাড়ে অনুক্ষণ ।
দশমাস দশদিন গর্ভে মোরে করিলে ধারন ,
                 কত কষ্ট কত যন্ত্রনা সহিলে তখন ।
দশমাস দশদিন পরে ভূমিষ্ট করিলে,
               তুমি মাগো পৃথিবীর আলো দেখাইলে ।
কত কষ্ট কত যন্ত্রণা করেছিলে ভোগ ,
              কোনদিনও তবুও কোন করনি অভিযোগ ।
যখন না ছিল মোর নড়িবার বল ,
                পলে পলে স্তনসুধা পান করাতে কেবল ।
শৈশবে যখন খেলিতাম তব কোলে  ,
                    সোহাগে যতনে বড় আমারে করিলে  ।
হাতে ধরে পা পা করে হাঁটিতে শেখালে ,
                     কত কথা কত বুলি মুখে মোর দিলে  ।
কৈশরেতে হাতে ধরে পাঠশালা নিয়ে গেলে ,
                      রাত্রি জেগে না ঘুমিয়ে পাঠ শিখাইলে ।
যথাযোগ্য স্থানে  আমায় প্রতিষ্ঠা করিয়া ,
                       কত সুখী হলে মাগো সংসারে বাঁধিয়া ।
গর্ভধারিনী জননী মোর স্বর্গ হ'তে বড় ,
                      তব ঋণ  শোধে এতো সাধ্য আছে কারো ?


          ****************
সন্ধ্যা - ৫:১৫ মিনিট ।
১৪ /০৫/২০২০ বৃহস্পতিবার ।
বাংলা -৩১ শে বৈশাখ ১৪২৭ সাল
কেরাণিটোলা = মেদিনীপুর ।