অলি বলে মনে মনে-
           যাব আমি মধুবনে ,
খেলিব প্রসুন সনে -
           মধু লুটি আপনমনে ।
উচ্ছাসে অলি যায় -
           মধুবনে মধুখায়  ,
ভ্রমর আনন্দে ধায় -
            লুটবে মধু সেথায়  ।


জমেছে মৌ ফুলে ফুলে -
            ছলকে পড়ে কলকে ফুলে ,
মধু পিয়ে অলি ঢলে ঢলে -
            ফুল আবেশে ঘুমে অলি কোলে ।
আবেশে ফুলদল বলে অলিরে ,
             ঘুম ভাঙিয়োনা মোর অন্ধকারে ।


মধুকর গুন গুন গুন গুঞ্জরে গায় -
             বনে উপবনে কার বারতা শুনায়  ,
মধুপেরা উড়ে যাছে চম্পা চাঁপায় -
              মধু জমেছে আজ হলুদ গাঁদায় ।
উছলে পড়ে মৌ জমেছে ফুলবুকে ,
              বারতা পেয়ে মধুকর আসে ঝাঁকেঝাঁকে ।


       🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


বিকাল - ৪ : 00 টা ।
০৯ /০৩ / ২১ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।