বসন্তেরি আগমণে ,
যুথিকা কেতকী সনে -
খেলে অলি গুঞ্জরনে ,
মধুপ সনে মৌবনে ।


বসন্তে মাতাল হাওয়া ,
করে শুধু আসা যাওয়া  -
মনে নেশা নেওয়া দেওয়া ,
চোখের নেশা শুধু পাওয়া ।


গুন গুন গুন গুঞ্জায় ,
অলি ফুলবনে ধায় -
মন মধুকর তারে চায় ,
লজ্জায় রাঙে সে  তায় ।


কোকিলার কুহু তান ,
মন করে আনচান -
কোকিল ধরেছে গান ,
মনে মধুঋতুর তান ।


ফাগুনে বসন্ত বাতাসে ,
মৌ বনে মধুমাসে -
মাতাল হয়ে প্রেম পিয়াসে ,
অলিকুল ধেয়ে আসে !


**************
দুপুর - ১ :৪০ মিনিট !
১৭ /০২ /২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !