প্রথমা ভামিনী অর্জুনের দ্রৌপদী পুত্র 'শ্রুতকর্মা ' ,
'ইরাবান' পুত্র তার দ্বীতিয় পত্নী উলুপী ,নাগকন্যা  ।
তৃতীয় পত্নীহয় মণিপুর রাজসূতা চিত্রাঙ্গদা নাম ,
'বব্রুবাহন 'নন্দন তার হস্তিনাপুর রাজ্যধাম ।
চতুর্থা ভামিনী তার সুভদ্রা শ্রীকৃষ্ণ ভগিনী  ,
অর্জুন তনয় 'অভিমুন্য' মাতুল সখা পিতার শিরোমণি ।
'প্রগতি ' কন্যা এক জনক তার অর্জুনি ,
এই কন্যা জাত হয় দ্রৌপদী জননী  ।


পুত্র 'শতানিক' এর জন্ম , নকুলের প্রথমা পত্নী দ্রৌপদী ,
'নির্মিত' পুত্র জন্মে দ্বীতিয়ার গর্ভে ,শিশুপাল সূতা করেনুমতি ।


সহদেব তনয় নাম ' শ্রুতসেন ' জন্মে প্রথমার গর্ভে নাম দ্রৌপদী ,
মদ্ররাজ সূতা বিজয়ার গর্ভে জন্ম 'সুহোত্র ' সহদেব বিবাহিতা দ্বিতীয়া পত্নী ।

      ***********************
সকাল -১০:০৫ মিনিট ।
০১ / ০৮ /২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।