শরতের এই শিউলী ছড়ানো পথে -
এসো মাগো দশভূজে চড়ে মনোরথে !
লক্ষ্মী -স্বরস্বতী ,কার্তিকেয়-গনপতি লয়ে সঙ্গে ,
সিংহপৃষ্ঠে ভগবতী আলোকরে আসবেন বঙ্গে !


অমাবস্যা তিথিতে হয় দেবীর উদ্বোধনী গীতি ,
মহালয়া এর নাম ,চন্ডীপাঠ আর আগমণী গীতি !
চন্ডীপাঠ ,আগমণী , মুখরিত আকাশ বাতাস ,
সারি সারি সাদা বক ঢাকে শরতের নীলাকাশ !


চারিদিকে কাশবন ফুলে ফুলে সাদা ,
শাপলা ,শালুক ,জলে দোলাইছে মাথা !
মরাল-মরালী ভাসে ভরা দীঘির জলে ,
শতশত শতদল ফোটে মাথা তুলে  !


হিমেল পরশ লাগে ,শরতের আগমনে ,
ভোরবেলা ঘাসের আগায় শিশিরের রেখা জমে !
আমলকীর বনে পাতা শিরশির কাঁপে ,
আগমনীর আগমন ধরার অনুভবে  !


জ্বল জ্বল করে  সূর্য্য ,  সোনা সোনা আলো ,
শরতের মিষ্টি রোদ লাগে বড্ড ভালো !
চারিদিক ভরে উঠে সবুজের সু-ঘ্রানে ,
পূজো এলো পুজো এলো সদা জাগে মনে !


         ***********
দূপুর -১২ঃ০০টা  ,
০৬/০৯/২০১৮ বৃহস্পতিবার ,
অলটেন -সুইজারল্যান্ড !