মহুয়া বনের মাতাল হাওয়া
              বইছে এলো মেলো ,
মহুয়া ফুলের গন্ধে মাতাল
                মৌমাছিরা এলো ।
উন্মনা ওই মৌমাছিরা
                উড়ছে যথা তথা ,
মহুয়া ফুলের মদির গন্ধে
                ধেয়ে এলো হেথা ।
মধুকর পাখনা মেলে  
                হারিয়ে ফেলে খেই ,
ভ্রমরেরা ঝাঁকে ঝাঁকে
                  উড়ছে হোথায় ওই ।
মধুপ আর মধুতে
                  হলো  মিতালী ,
এই বুঝি জীবনের
                 মধু গিতালী ।
ভ্রমর আর মধুপের
                 গুন গুন গুন গানে ,
মহুয়া সৌরভ
                ছড়ায় মহুয়ার বনে ।
মন মহুয়া মাতাল হয়ে
                 উদাস হলো হায় ,
প্রভাত বেলা সাঁওতালীরা
                  মহুল কুড়াতে যায় ।


      *****************
সকাল  -- ৯ : ৪৮ মিনিট !
১৯ /০২ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !