মহুয়া বনের মাতাল হাওয়ায় মাতাল হলো মন ,
মহুল ফুলের মদির গন্ধে  মৌমাছি চনমন ।
সাঁওতালী মেয়েরা সব মহুল গাছের তলে ,
শাল ফুলেতে সাজিয়ে খোঁপা নাচছে তালে তালে ।
নাচের তালে কোমর দুলে গাইছে সবে গান  ,
ধামসা বাজে মাদোল বাজে বাঁশীতে ফুঁকে তান ।
মহুয়া বনের মাতাল হাওয়ায় উদাস করে মন ,
মহুয়া ফুলের গন্ধে মাতাল জুড়ায় যে জীবন ।
রাখাল ছেলে চরায় ধেনু মহুল তলে বাজায় বেনু ,
রাখালিয়া বাঁশীর সুরে চলে যেথা গোঠে ধেনু ।
সাজিয়ে খোঁপা শালফুলেতে সাঁওতালীদের মেয়ে ,
সারি বেঁধে নাচছে তারা মিঠএ সুরে  গান গেয়ে ।
মহুল ফুলের মধুর গন্ধে মন উদাস হযে যায় ,
মৌমাছি মন হয়ে উন্মণ সেদিক পানে ধায় ।
মহুয়া ফুলের মদে মাতাল সাঁওতাল দের ছেলে ,
মহুয়া বনে মহুল কুড়ায় যত পাড়ার ছেলে ।
মহুল ফুলের মিষ্টি গন্ধে মাতাল হলো বন ,
কি জানি কি মন্ত্রে তাদের খুশী খুশী মন ।
মহুল গন্ধে উদাস হয়ে পাড়া পড়শীর দল ,
দল বেঁধে সব মহুল কুড়ায় আনন্দে বিহ্বল !
মহুয়া ফুলের গন্ধে মাতাল ছেলে বুড়োর দল ,
আয়রে  সবে দল বেঁধে যাই মহুল কুড়াই চল !


   ***********************
বেলা - ১০ : ৫০ মিনিট ।
০৬ /০৪ /২২ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।