আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসব ,
বহুলোক যাবে পৌষ সংক্রান্তিতে গঙ্গায় পুন্যস্নানে !
পিঠে পুলির উৎসব হয় এই দিনে ,
কেউ চলে গঙ্গা স্নানে ,কেউ যায় সাগর মেলায় !
কপিল মুনির আশ্রম যেথায় ,
দলে দলে দর্শনে চলেছে সেথায় !
যেথায় পুন্যার্থীদের দূর দূরান্ত থেকে আগমন !
এই সাগর মেলায় পুন্য স্নানে চলেছে সাগর মেলায় ,
মনস্কামনা পূরণের আশায় ,মানৎ করে মনের বাসনা জানায় !
বৃদ্ধ বৃদ্ধারাও চলেছে ,সংক্রান্তিতে পুন্যস্নানের আসায় ,
যেথা কোপিল মুনির আশ্রম ,সাগর মেলায় !
অনেক নদীতেও চলেছে পুণ্য স্নানের আশায় ,
যেথায় মেতেছে টুসু দেবীর আরাধনা ,নাচ,গান ,
যে যার নিজের মত করে টুসু গান গাইছে ,নাচছে !
পৌষ সংক্রান্তির তিন দিন আগে--
টুসু ঠাকুর হাট ,বাজার থেকে কিনে নিয়ে আসে !
তিন দিন ,তিন রাত্রি ,চলে টুসু দেবীর --
পূজা ,অর্চনা ,নাচ আর গান !
ঘরে ঘরে চলে নানান্ রকমের পিঠে তৈরী ,
পিঠে ,পুলি ওপায়েসের ধূম ধাম !
এই পৌষ সংক্রান্তিতেই অনেক গ্রামে --
গ্রাম্য দেব দেবীর মেলা ,পূজা ও উৎসব হয় !


               *********
দূপুর - ২:৩০মিঃ ,ডেবরা !
১৪ /০১ /২০১৮ ,রবিবার !( ইংরাজী )!
বাংলা ২৯ /০৯ /১৪২৪ সাল