বনে চলে বনওয়ারী
বঙ্কিম ভঙ্গি তারি ,
মস্তকে শিখি পাখা
মোহন বংশী ধারী ।


চরণে নূপুর তারি  
হাতে তাড় বালা ,
পীতবাস ,ধড়া চূড়া
গলে বনমালা  ।


রাখাল সখাগন সনে
চলে গোপাল গোচারনে ,
বংশী  ফুকারে সখা
ডাকে যতেক গো -ধনে ॥


যমুনা পুলিনে শ্যাম
তমালেরি ডালে ,
গোপিনীদের বস্ত্র হরে
তমাল ডাল 'পরে ।


দধির ভাণ্ড লয়ে মাথে
ব্রজ গোপী  যায় ,
দধি বেচিবার  তরে
ব্রজপুরে ধায় ।


এদিকে চতুর গোপাল
দধির ভাণ্ড ভাঙ্গে মাথা 'পরে ,
ভাণ্ড ফুটো হয়ে দধি
রাখালের মুখে পড়ে ।


যশোদা রাখেন  মাখন
ভাণ্ডেতে তুলিয়া ,
গোপাল  সখা সঙ্গে লইয়া
মাখন খেল চুরি করিয়া ॥


যতেক রাখাল ছাড়া পাইল
গোপাল বাঁধা যায় ,
আর মাখন খাবনা মা গো
ছেড়ে  দে আমায় ।


👏👏👏👏👏👏👏👏


সন্ধ্যা -৫:২০ মিনিট ।
০৪/১১/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।