লালু ,ভুলু ,দুইজনে চলেছে মেলায় ,
মালা গাঁথিতে গেল বেলা ,হ'ল অবেলায় !
ছোট হাতে ছোট মালা গাঁথে দুইজনে ,
মালাগুলি কেনা -বেচি করিবে সেখানে !
ছোট বড় ফুল দিয়ে মালা গুলি গাঁথে ,
ঐ মালা গুলি তারা বেচিবে মেলাতে !
গাঁথা মালা  সাথে লয়ে চলেছে মেলায় ,
কে জানে ;সেই মালা কখন বেচিবে সেথায় !
ছোট হাতে কত মালা গাঁথে অহরহ ,
সেইগ গাঁথা মালা তারা বেচিবে প্রত্যহ !
ছোট হৃদয়েতে কত আশার সঞ্চার ,
সেই মালা বেচে তারা করিবে রোজগার  !
বয়স অনুপাতে শ্রম তারা  উদয়াস্ত  করে ,
মা'র মুখে হাসি  ফুটাবে ,তারা ভাবিছে অন্তরে  !!


                  *********
বিকেল ৫:০০ টা , কলকাতা
০২ /০৯ /২০১৭ ,শনিবার   !