মন্দ লোকের কথায় আমি মন্দ  হয়েছি ,
মন্দ হয়ে থাকলে তাতে তাদের মন্দ কি ?
মন্দরা যদি ভালো হয়  তবেই তাদের ভালো ,
ভালো কাজের নিশানা দিয়ে জগৎ করে আলো ।


মন্দ হতে ভালোই লাগে যদি জগতের ভালো হয় ,
আমি না হয় মন্দই হলাম তাতে কি আসে যায় ।
ভালো কিছু করতে গেলেই  তাতে মন্দ কিছু হয় ।
মন্দ লোকের স্বভাব শুধু সমালোচনা করাই ।


ভালোই যদি মন্দ হতো ভালো তবে কে ?
মন্দের সংস্পর্শে  এসেই তবে মন্দ হয়েছে ।
ভালো থেকে মন্দ ভালো যলি সাধারণ জ্ঞান থাকে ,
মন্দ কাজ  করেও তারা  শাক দিয়ে মাছ ঢাকে ।


মন্দ লোকের মন্দ কথায় কাজ কি আছে ভাই ,
মন্দ লোকের সঙ্গ ছাড়ো কখনো থাকতে নেই ।
নেতা মন্ত্রী মন্দ কাজের শীর্ষে থেকেই ভালো হয়ে যায় ,
ভালোর আড়ালে থেকে মন্দ কাজের উর্দ্ধে থাকে তারাই ।


ভালোর চেয়ে মন্দ ভালো যদি  ভালো করতে চায় ,
মন্দ লোকের মন্দ কথায় যদি মন্দ ভালো হয় ।


       ××××××××××××××××××××××××××
দুপুর= ১ : ৫৫ মিনিট ।
২৫ /১১ /২২ শুক্রবার ।
   কোলকাতা