যে করেছে মনোচুরি  ,
তারে বলো কি ভাবে ধরি ?
কানাই যেগো মনচোর ,
সকল চোরের সেরা চোর ।
গোপিনীদের মনচোরা ,
বিনোদিনীর হৃদয় হরা ।
ধরে তারে হাতে নাতে ,
ভক্তি ডোরে বাঁধ লম্পটে।
মা যশোদার মাখন চোরা ,
বাঁধেন তারে স্নেহের দড়া ।
বসন ,মন করলে চুরি ,
শুনে কথা লাজে মরি ।
গোপিনীদের বসন হরণ ,
কেন কর নন্দের নন্দন ।
চোরের রাজা মদন মোহন ,
মন ডোরে বাঁধা থাক এখন ।
রাজার রাজা চোরের রাজা ,
তোমায় আমি দেবো সাজা ।
ভক্তের ভগবান যেগো তুমি ,
ভক্তের মন জান অন্তর্যামী ।
তোমায় ধরে দেব সাজা ,
তুলসী চন্দনে করবো পূজা !


  ***************
দুপুর - ১২ :০৫ মিনিট !
০৩ /০৩ /২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !