এমনো মন্দিরে জাগো হে গিরিধারী ,
মদনমোহন তুমি ব্রজবিহারী !
ভারাক্রান্ত দেহ আর বহিতে না পারি ,
শিয়রে জাগো মম পারের কান্ডারী !


বসুদেব সূত তুমি দৈবকী নন্দন ,
গোলকে শ্রীহরি তুমি যশোদার ধন !
ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের হরি ,
পাপী,তাপি ,উদ্ধারিলে ভবের কান্ডারী !


গোঠের রাখাল তুমি ,গোঠে বাজাও বেনু ,
মাথা তুলে শুনে বেনু যত গোঠের ধেনু !
গোঠেতে রাখাল তুমি ব্রজের গোপাল ,
সিদাম ,সুদাম ,দাম ,বসুদাম, যতেক রাখাল !


বৃষভানু সূতা সেযে শ্রী রাধা প্যারী ,
মন যে করেছ চুরি হে নটোবর হরি !
চপল চটুল তুমি হে কপট কানাই ,
মন চুরি করে রাধার, অলখে  হাস তাই !


ভক্ত প্রল্হাদে দিলে দেখা হে দয়াল হরি ,
কশিপু করিলে বধ নৃসিংহ  রূপ ধরি !
আমার বেলায় তবে কেন হে নিঠুর,
দেখা দাও দয়াল হরি , ডাকি নিশি ভোর !


এমনো - মন্দিরে স্থাপি ডাকি নিশিদিন ,
ভক্ত বৎসল হরি ,ভক্তের অধীন !
ভক্তবাঞ্ছা কল্পতরু সবে বলে তোমায়  ,
এত ডাকি তবু তোমার দেখা নাহি পাই !


           *********


দূপুর -১২ঃ০০টা,
১৩ /০৯/২০১৮  বৃহস্পতিবার
অলটেন -সুইজারল্যান্ড ,