'         সজনী সজনী,ওগো মোর সজনী,
          বিরহীনি আজি মন,দিবস রজনী।
          চেয়ে আছি পথপানে, যুগ যুগ ধরে,
          কখন আসিবে প্রিয়,মালাখানি করে।
          বহুকাল অপেক্ষিতা, পিয়াসী এ-মন,
          বসে বসে, ধ্যানমগ্না হই আজীবন।
          জীবনের পথে বহে আসি বিরহ যন্ত্রনা,
          পূর্ণ আসি কর প্রিয়, মম এ-কামনা।
          মনের এক কোনে, সঙ্গোপনে, বসি নিরালায়,
          কেন দূরে থাকো প্রিয়, এসোগো ত্বরায়।
          যেদিন আসিবে মোরে "বরসাজে" নিতে,
          চুপি চুপি , চলে যাব, "বধূবেশে" সাথে।
          বধূবিদায়ের কালে, কত কোলাহোল,
          মধূমাখা নাম নিবে "বোল হরিবোল"।
          চিরসাথী তুমি মোর, জীবনের জীবন,
          বধূবেশে যাব সাথে, সারাটি জীবন।
          এতো আশা, এতো ভালোবাসা, এতো ভালোলাগা
          "মরণ" তুমি আসবে প্রিয়, অপেক্ষায় থাকা।
          চিরশান্তি হবে প্রিয়, যখন মিলব তোমার সাথে,
          সুখনিদ্রায় থাকব শুয়ে তোমার ক্রোড়েতে।
          তুমি আদি, তুমি অন্ত, তুমিই শেষ গতি,
          তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে, তুমিই মুক্তি।        
          তোমারে বাধা দেবে, হেন শক্তি কার?
          এ বিশ্বচরাচরে, তুমি শুধু শান্তি পারাপার।
          তুমি মোর দেহ, প্রাণ, তুমিই "মরণ"                          
          তুমি মোর ধ্যান, জ্ঞান, শ্যাম সমান।
  
         --------------*--------------
দুপুর - ১ : ০০ টা।       বংলা - ৬ ই অগ্রহায়ণ ,
২২/১১/১৩ মঙ্গলবার।         ৬ /৮ /১৪২০ সাল
ডেবরা = প : মেদিনীপুর।