মায়ের এক কণা দুধের ঋণ , শোধ হবেনা কোনদিন ,            গায়ের চাম কেটে যদি  জুতো বানাও ।
এই মাকে যদি সন্তানেরা দুঃখ ব্যাথা দেয় ,
যে মা'র দুগ্ধ পানে জীবন ধারণ করলে ধরায় ।
মাতৃ দুগ্ধের মতো হয়না কিছুই আর ,
প্রতিষেধক , রোগমুক্ত , মাতৃ দুগ্ধই  সার ।
মায়ের বিকল্প যেমন কেউ হয়না আর ,
মায়ের মতো  স্নেহ ,মমতা , কেউ নেই দেবার ।
সন্তানেরা বড় হয় মায়ের আদর , স্নেহ , মমতায় ,
মায়ের আদর্শ , যত্ন , দিয়ে বেড়ে উঠে সদাই ।
সন্তানেরা বড় হয়ে প্রতিষ্ঠিত হয় ,
মায়ের যত্ন ,শিক্ষা ,ভালোবাসা ,সবই ভুলে যায় ।
দুঃখ, কষ্ট , দরিদ্রতা , অতীত যন্ত্রনা ,
সবকিছুই ভুলে যায় , মনে থাকেনা ॥
বার্দ্ধ্যকেতে মাতা পিতা সহায় সম্বলহীন , অসহায় ,
সন্তানেরা তাদের ছেড়ে  তবুও চলে যায় ।
তাদের অসময়ের কথা ভাবেনা কোনদিন ,
বার্দ্ধ্যকেতে তারা হয় সহায় সম্বল হীন ।
সন্তানেরা দোষ ত্রুটি করে অকাতরে ,
মাতৃ দুধের ঋণ কখনো শুধিতে  না পারে ।
সন্তানেরা দোষ যতই করে , মা সঝ্য করে ,
সব দোষ ভুলে যান মাতা অতি স্নেহ ভরে ।


    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
সন্ধ্যা _৫:১৫ মিনিট ॥
১৩ /১২ /২০১৭ বুধবার ।
ডেবরা = মেদিনীপুর ।