কাদা মাটির ,মেঠো গন্ধে মন করে আনচান ,
ভেজা মাটির সোঁদা গন্ধে মন করে আনচান ।
সবুজ ক্ষেতে আলের পথে বৌ -ঝিয়েরা যায় ,
বিলের জলে ধানের ক্ষেতে গুগলি ,শামুক কুড়ায় ।
বিলের জলে ,ধানের ক্ষেতে শুশনি শাকের বন ,
বৌ-ঝিউড়ি শুশনি তোলে কোঁচড় ভরে ,করিয়ে যতন ।
চুনো ,পুঁটি ,চ্যাং ,ল্যাঠা ,কৈ ,খেলে ধানের ক্ষেতে ,
চাষীর মেয়ে ,রাখাল বালক ,ধরছে মাছ ছাঁকনিতে ।
ঝমঝমিয়ে বৃষ্টিএলো ,ভিজল চাষীর মেয়ে ,
মাছ ধরে আর শাক তুলতে জল ঝরে গা বেয়ে ।
গাঙ্গের জলে নৌকা চলে ,দিচ্ছে মাঝি খেয়া ,
হাঁকে সবে এপারেতে "এসো মাঝি যাও নিয়া ।
রিমঝিমঝিম বৃষ্টি ধারা ঝরছে অবিরাম ,
দিনরাতই খেয়া পার করে মাঝি নেইকো বিরাম ।
বালুকাবেলায় নদীর ঘাটে সূয্যি বসে পাটে ,
গোধূলীবেলা গাঙ্গের জলে সন্ধ্যা নামে ঘাটে ।
ঘরে ফিরে মাঝি ভাই বেলা অবসানে ,
গৃহস্থ ধূপ ,ধূনা ,দীপ ,জ্বালে  সন্ধ্যা আগমনে ।
সন্ধ্যাকালে ,তুলসীতলে ,যেথা মাটির প্রদীপ জ্বলে ,
সেই মাটির ঘরে ,দাওয়ার পরে ,মন ছুটে যায় চলে ।


          🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


বেলা -৩:২৬ মিনিট ॥
২৩ /০৬ /২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।