শরৎ কালে হাজার খুশী নীল আকাশে খেলা ,
শরৎ কালে দেখতে ভাল সাদা মেঘের ভেলা !


শরৎ কালে দীঘি -পুকুর জলে থৈ থৈ ,
শরৎ কালে পথের পরে শিউলী ফুলের ছৈ !


শরৎ মানে ঘাসের আগায় শিশির বিন্দু বিন্দু ,
উঠানেতে গোবর নাতা ,আল্পনা আর ধূপ ,ধূনোর গন্ধ !


শরৎ মানে শাপলা -শালুক দীঘির জলে ঘেরি ,
রাতের আকাশ চন্দ্র হাসে ,তারার হেরি ফেরি !


শরতের ঐ ক্ষেত ভরেছে সবুজ কাঁচা ধানে ,
ঝোপে-ঝাড়ে ,গাছের ডালে ,বিহঙ্গেরা মেতেছে কূজনে !


আমলকী বন হিমেল হাওয়ায়  কাঁপছে শিরশিরে ,
পথের 'পরে গাছের পাতা পড়ছে  ঝরে ঝরে !


শরৎ মানে মিলবে দেখা স্বজন  ,আপন জন ,
শরৎ মানে আনন্দেতে উঠছে নেচে মন  !


শরৎ মানেই ,শরতেতে শারদীয়া উৎসব  ,
শরৎ মানেই  এক সাথেতে মিলবো মোরা সব !


শরৎ মানেই শাঁখা ,সিঁদুর ,শাড়ী ,ফুলের সাজির ডালা ,
শরৎ মানেই 'মা' এর পূজার 'বোধন' হবার পালা !


                **********
বেলা -১১ : ৩০ মিনিট ,
১৮/০৯/২০১৮ মঙ্গলবার , বাং-৩১ শে ভাদ্র ১৪২৫ ,
অলটেন-সুইজারল্যান্ড !