মায়ের মতো এমন ভালোবাসেনা কেউ আর ,
মা যে আমার যত ভলোবাসার আধার ।
সন্তানের মনের কথা মা-ই বোঝে আগে ,
সন্তানের মনের কষ্ট ভোলান মা সোহাগে  ।
দশ মাস কত কষ্ট করে গর্ভে ধরলেন মা ,
সেই গর্ভ যন্ত্রনার বিশ্বে নেইরে তুলনা  ।
জীর্ণ শরীর রুগ্ন দেহে বুকের সুধা দিয়ে ,
পান করিয়ে বড় করলেন আমার সেই মায়ে ।
বড় করলেন আমার মা যে কত কষ্ট করে ,
সেই মায়েরে কখনো তুমি ভুলে যেও নারে ।
মা যে তোমার পরম গুরু এ জীবনে সার ,
মায়ের মতো তোমার কথা ভাবেনা কেউ আর ।
স্বার্থ ছাড়া মা যে ভাবেন সন্তানেরি কথা ,
সন্তানেরা কষ্ট পেলে মা মনে পান ব্যাথা ।
মায়ের মুখের ভাষা নিয়ে শিখলে তুমি কথা ,
মায়ের হাত ধরে তুমি হাঁটলে হেথা হোথা !
মা যে তোমার কল্পতরু জীবনেরি সার ,
মায়ের মতো ভালোবাসতে পারবেনা কেউ আর ।


******************************
রাত্রি -  ৮: ১০  মিনিট !
0৯//0২/২১ শনিবার !
কেরানীতোলা = মেদিনীপুর !