এক জোড়া দুটি চোখ ,
কিযে খুঁজে ফেরে ,
শুন্যময় চারিদিক -
শুধুই ঘোরে ফেরে ।


মা নাই ঘরেতে যার -
শূন্যময় চারিধার ,
আঁধার হেরে বিশ্বময় ।


মায়ের মত কেবা আর -
আছে এই সংসার ,
চোখেতে ঘনায় আঁধার ।


বিছানায় শুয়ে একা -
মনেহয় যেন ফাঁকা ,
কেহ তার নাই দুনিয়ায় ।


কিবা খোঁজ ? জিজ্ঞাসিলে -
দু'টি চোখ ভিজে জলে ,
ঠোঁট দু'টি কেবল তার ফুলে ।


ঐ দু'টি চোখ যেন -
খুঁজিতেছে তন্ন তন্ন ,
খুঁজিতেছে বিষন্ন আননে ।


একা একা শুয়ে থাকে ,
বিছানায় খুঁজে দেখে ,
ঘুম নাই তার দু'টি চোখে ।


একা একা শুয়ে আছে ,
মা যে নাই তার কাছে ,
চোখ দু'টি জলে ভরে গেছে ।


মা নাই যে তার পাশে -
কেমনে ঘুমোবে সে ?
চোখের জলে বালিশ তার ভাসে ।


কাঁদিয়া আকুল স্বরে -
কখন সে ঘুমিয়ে পড়ে ,
অধির ,অস্থির , কাতরে ।


মা নাম নিলে মুখে ,
মন ভরে যায় সুখে ,
মন ভরে মা'র মমতায়  ।


মায়ের এক ফোঁটা দুধের ঋণ ,
শোধ হবেনা কোনদিন ,
সারাজীবন করলে মায়ের সাধন ।


😥😥😥😥😥😥😥😥😥😥😥


বেলা -১১:৪৫ মিনিট ।
১২ /০১ ২০২০ রবিবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।