ষোড়শ পচারে পূজলি মৃন্ময়ী প্রতিমারে,
চিন্ময়ী জননী যে তোর তারে চিনলি নারে।
যার গর্ভে জন্মে মানুষ আকার পেলি ধরাপরে,
পৃথিবীর আলো দেখে হেসে খেলে বড় হলিওরে ।
চেতনা চৈতন্যময়ী সে কখনো নয় দীন হীন,
ভক্তি ভরে ডাকলে তাঁরে তাতেই খুশী হন।
ষোড়শ পচারে পূজা চাননা তিনি উপঢৌকন,
ভক্তিযুক্ত হয়ে ডাকলে ভক্তের ইচ্ছা হয় পূরণ ।
রাজরাজেশ্বরী তিনি ভক্তেরা যে যা'চায় তাই দেন ,
মন্দিরে উপবিষ্ট নয় শুধু তিনি জগৎ করেন পালন ।
চিন্ময়ী জননীরে তুই অকারণে করিস নির্যাতন,
জীবন্ত মা কে ভালোবাসা ভক্তি না করলি অকারণ ।
জীবন্ত জননীর মর্ম বুঝলিনা মূর্খ কখনোও কোনদিন,
যার আশা ভরসা পলে পলে করেছিলি দিন প্রতিক্ষণ ।
সে চায়না দামী দামী শাড়ি উপচার দেখন্ত উপঢৌকন ,
মৃন্ময়ীমা কখনোও করেন না দামী শাড়ি নৈবিদ্য গ্রহন।
মৃন্ময়ী প্রতিমা যদি করতেন উপচার গ্রহন,
তাহলে কেউ আর করতোনা মা'র ভক্তিতে পূজন ।
উপঢৌকন প্রণামী দিয়ে পূজিলে মাকে বাড়ে সম্মান,
লোক দেখন্ত তাই ষোড়শ পচারে মাতৃপূজার আয়োজন ।
*******
বিকাল -৪ : ১৪ মিনিট।
১১ / ০৮/ ২৪ রবিবার।
কোলকাতা।