মায়ের এক কণা দুধের ঋণ ,শোধ হবেনা কোনদিন ,
গায়ে চামড়া কেটে যদি জুতো বানাও !
সেই মায়ের মনে যদি দুঃখ ,ব্যাথা, দাও ,
এ হেন পাপ সম নাহিকো  ধরায় !
যখন জন্মিলে তুমি ,নড়িবার শকতিও ছিলনা তোমার ,
পলে পলে খুধা পেলে কাঁদিতে কেবল !
মাতৃ দুগ্ধ পানে  জীবন ধরিলে তখন ,
ধরা'পরে মাতৃ দুগ্ধ অমূল্য যখন !
মাতৃ দুগ্ধের বিকল্প নাহিক ধরায় ,
মায়ের বিকল্প কেহই হয়নাকো আর !
মাতৃস্নেহ ,মমতা ,পাওয়া যায়না দিয়ে দাম ,
মাতৃস্নেহ ছায়ায় সন্তান থাকে সর্বদাই !
মাতার আদর্শে  যত্নে সন্তান তৈরী হয় ,
আদর্শে বেড়ে উঠে ,জীবন সুখময় !
যখন সেই সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হয় ,
অতীত বিস্মৃত হয় ,মায়ের দুঃখ ,কষ্ট ,ভুলে যায় !
দুঃখ ,কষ্ট ,দারিদ্রতা ,রোগ-অসুখ ,যন্ত্রনা ,
অতীত ভুলে যায় ,বর্তমান ,ভবিষ্যৎ কল্পনা !
বার্দ্ধ্যকেতে মাতা ,পিতা, সহায় ,সম্বলহীন ,বড় -অসহায় ,
তবুও সন্তানেরা তাদের ছেড়ে চলে যায় !
তাদের অসময়ের কথা ভাবেনা কোনদিন ,
বৃদ্ধ বয়সে তারা সহায়-সম্বল হীন !
সন্তানেরা দোষ ত্রুটি করে অকাতরে ,
মাতৃদুগ্ধের ঋণ শুধিতে না পারে !
সন্তানের যত দোষ সহ্য করিবারে ,
সব দোষ ভুলে মাতা ,স্নেহে সমাদরে !


          ***********
            
বিকেল -৫:১৫ মিঃ ,ডেবরা !
১৩ /১২ /২০১৭ বুধবার !