রনভৈরবী মাতিয়াাছে রনে কোথায় পালিয়ে বাঁচিবি এক্ষনে ,
নাই আর রক্ষা অসুর দমনে দগ্ধিবি এবার ক্রোধের আগুনে ।
হারায়ে দুর্গারে ঝরিতেছে বারি মায়ের দুই নয়নে ,
তেমনি করিয়া দানবে বধিয়া মাখিবে রুধির সারা দেহ মনে ।
রনভেরী আবার বাজিয়া উঠিল এক্ষনে ,
দানব দলনী সাজিয়াছে ওরে অসুর নিধনে ।
অবিরাম বাহিরায় অগ্নিস্ফুলিঙ্গ তাহাদের নয়নে ,
আজকে অসুর বধিব তোদের গর্জিছে ঘনে ঘনে ।
অসুর দলনী সাজিয়াছে আজ শত অস্ত্রে রনরঙ্গে ,
আর কী অসুর থাকিবেরে দেশে এই বিশ্ব বঙ্গে ।
তাহাদেরি আজ বধিবার তরে সাজিয়াছে অবিলম্বে ,
দুরাচারি এবার হইবে যে বধ করিবে মাতঙ্গে ।
জাগো গো জননী জাগো জাগো মহামায়া ,
জাগো গো ভগিনী সব তনয়া ও জায়া ।
ভীমা ভয়ঙ্করী জাগো জাগো গো শিবজায়া ,
জাগো ওমা জাগো জাগো যোগমায়া ।
***********
বিকেল - ৩ : ০৩ মিনিট ।
০৬ / ০৯ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।