চেয়ে দেখ মেনকারানী ভবানী ভবনে এলো ,
তিন দিনের তরে এলো ঘরে ত্রিজগৎ করিয়ে আলো ।
নবমী নিশি পোহালে উমাশশীযাবে চলে ,
দশমীতে আসবে হরে উমায় নিয়ে যাবে বোলে ।
আমি দেবোনা আর উমায় যেতে রাখবো তারে সম্মুখেতে ,
বলবো ফিরে যাও হরে কৈলাসেতে উমারে দেবোনা যেতে ।
উমা আমার সোনার বরন কালো বরন করেছে ধারণ ,
নেইকো তোমার কোনো আবরন উমারে কষ্ট দাও অকারণ ।
তুমি নেশা ভাঙ খেয়ে ফের শশ্মানে মশানে ঘোর ,
উমা প্রতি না লক্ষ্য কর উমা আমার থাকে বিভোর ।
সিদ্ধিদাতা গনপতি মাতৃভক্ত সে যে অতি ,
সঙ্গে থাকে কার্তিকেয় আর লক্ষ্মী অন্নদাতৃ ।
হংসে উপর হংসবাহিনী সে যে বিদ্যাদায়িনী ,
সিংহারূঢ়া সতী আমার মহিষাসুরমর্দিনী ।


থাক মা উমা গিরিপুরে দেবনা যেতে হরের ঘরে ,
কত কষ্টে থাকিস ওরে ভাঙড় ভোলা না নজর করে ।
না যাইও নবমী নিশি তুমি গেলে আসবে ঊষসী ,
তুমি গেলে নবমী নিশি অস্তে যাবে আমার উমাশশী ।
নবমী নিশি পোহাবে যখন উমারে লুকায়ে রাখবো তখন ,
খুঁজে পাবেনা উমারে তখন কৈলাসে ফিরে যাবে ত্রিলোচন ।
না পোহাও নবমী রাতি তুমি পোহালে যাবে উমাসতী ,
দশমীতে আসবে পশুপতি সঙ্গে নিয়ে যাবে শিবদূতী ।


   ******************************
সকাল - ০৯:৫৮মিনিট !
১৪ / ১০/২১ বৃহস্পতিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !


                       (আসরের সমস্ত কবি বন্ধুদের আমার শুভবিজয়ার শুভেচ্ছা ও প্রীতি জানাই)