কাল ময়নার বিয়ে ,
গায়ে হলুদ দিয়ে  ।
তোতা যাবে বর  ,
মাথায় পরে টোপর  ।
ময়নার মা টিয়ে  ,
পানে ঠোঁট রাঙিয়ে  ।
নাকে নোলক দিয়ে ,
কাল ময়নার বিয়ে ।
ময়নামতীর গাঁয় ,
সবে নেমন্তন্ন  পায়  ।
ময়নার বিয়ের আসরে  ,
গাইবে  গান বাসরে  ।
গাইবে গান  কোকিলা ,
কন্ঠ তার সুরেলা  ।
বরযাত্রী সবাই ,
শালিক ,চড়ুই ,বাবুই ।
বুলবুল আর চন্দনা ,
কাকাতুয়া ও খঞ্জনা ।
টুনটুনি ও পাপিয়া
এরাও যাবে সাজিয়া ।
আবার যাবে সঙ্গে ,
দোয়েল ,কোয়েল ,ফিঙে ।
সবাই এসে ঘরে  ,
শুধায় তার মা রে ।
ময়নার মা ময়নামতী ,
ময়না তোমার কই ?
ময়না যাবে শ্বশুরবাড়ী ,
গাছের ডালে ওই ।