ময়ূরপঙ্খী নাও খানী মোর ভাসাই দরিয়ায়  ,
উথাল পাথাল ঢেউয়ে নাও কোন বা দেশে যায় ।
সামাল সামাল মাঝিরে তোর টলমল করে তরী ,
জীবন নদের দরিয়ায় তোর দিতে হবে পাড়ী  ।
জীবন নদের পথেরে তোর অকূল পাথার পানী ,
যৌবন তুফানে তোর কসে ধর বৈঠাখানি  ।
নাওতরীতে বান্ধেরে ঘর তোর বন্ধু পরিকর ,
হইয়া  গেলে বেসামাল তোর সবাই হবে পর ।
যৌবন তুফানে রে তোর জোয়ার যখন আসে ,
না হইওরে জ্ঞানশূন্য মনরে রাইখো বশে ।
ভাসতে নাওয়ে জীবন নদে যখন আসবে ভাটার টান ,
তখন পাশে কেউ রবেনা তোর না দেবে আসান ।
তখন একা একাই ভাসবিরে তুই ভবের সাগরে ,
যদি দয়াল কৃপা করে তোরে নে'যায় পারে ।


       *****************
বেলা - ১০:২২ মিনিট ।
৩০/০৫/২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।