রুনুর ঝুনুর শুনি যে রে নূপুরের ছন্দ ,
মর্ত্তভূমে এসেছেন রে শ্রী অনূকুল চন্দ্র !
রাধানামে সাধা বাঁশী ,বাজে শুধু দিবা নিশি ,
নেচে গেয়ে ,ধেয়ে ধেয়ে ,বেড়ায় রে কালশশী !
সৎগুরু নামে তারি ,উজানে বহে যে তরী ,
গুরু নামে ভাসারে তরী ,পাবি যদি তার চরণ তরী !
বদন ভরে বলরে গুরু ,গুরু যে তোর কল্পতরু ,
গুরুনাম না লইলে জীবন তোর হবে মরু !
নামের ভিতর আছেন তিনি ,তিনি যে রে অন্তরযামী ,
ঐনাম ফুলের মধু খেয়ে ,মন ভ্রমরা অনুগামী !
নাম যে মনের মাধূরী ,ঐনাম মন যে করেছে চুরি ,
তাইকাঙ্গাল বেশে ,দয়াল এসে ,আপনি দেখা দিলেন শ্রীহরি !
মর্ত্তধামে এলেনহরি ,হয়ে মনমোহিনী দুলাল রে ,
চল যাই দেওঘরেতে ,তাঁকে দেখি নয়ন জুড়াই রে !
'রাধা' নামে বিভোর হরি ,অশ্রুবারি বহেরে ,
ঐ নামামৃত কর্ণরন্ধ্রে সঞ্জীবনি শুধা রে !
হরিনামের সুরা ভান্ড দ্বারে দ্বারে বিলাওরে ,
ঐনামের সুরা পান করিয়া সবাই হও মাতালরে !
ঐনামে যে আছে শুধা ,পান করে যায় তৃষ্ণা খুধা ,
ঐনাম পানে উদ্ধারিল জগাই আর মাধা !
তাইমধুর নামে প্রদীপ জ্বালি ,মর্ত্তে এলেন বনমালী ,
চারিদিক  হয়েছে আলো ,মুছে যাবে মনের কালী !
হরিনাম মধুর রস ,ঐনামে গানে হয় রসমালাই ,
নাম রসের মালাই খেলে ,ঘুচবে রে মনের বালাই !
রাধাকৃষ্ণ মধুর নামে ,কত মন ভ্রমরা ছুটে আসে ,
সৎ নামের ফুল ফুটিলে ,কত মৌমাছি  বসে !
সৎগুরু সৎনামে কত মরা গাঙে বান আসে  ,
ঐ নামেরই প্রেমে পড়ে ''অধম '' নয়ন জলে ভাসে !


              ****************


০৭ /১১ /২০১১ , (কলকাতা হইতে ললালগড় যাওয়ার পথে )
সোমবার , সকাল ৯:৩০ মিঃ !