অতীত অতীত হয় চিহ্ন পড়ে রয় ,
কখনো  কি আসবে যদি খোঁজ তাকে ?
দিনগুলি চলে যায় স্মৃতি মনে ভাসে ,
মাথা ঠুকলেও দিনগুলি আর ফিরে না আসে ।
সময় চলে যায় আর ফিরে না আসে হায় ,
সব কাজ সেরে ফেল সময় যে চলে যায় ।
শৈশব যে কেটে যায় তার নাম কিশলয়  ,
কৈশর বয়ে যায় পর্ণে পরিনত হয়  ।
দুরন্ত যৌবন যখন উদ্দাম বয়স ,
প্রৌঢ়ত্বে পদার্পনপথ শেষের নির্দেশ ।
বার্দ্ধক্যে চর্ম লোল দেহ হয় ক্ষীণ ,
একে একে আয়ু ক্ষয় ফুরিয়ে আসে দিন ।
শৈশব কৈশর যৌবন আর না আসে ফিরে ,
বয়স হয় অতিবাহিত আর আসে নারে ।
সময়ের কাজ তাই সময় থাকতে কর ,
সময় পার হয়ে গেলে আপসোসে মর ।
শৈশবে মায়ের কোলে খেলা রাত্রিদিন ,
কৈশরে লেখা পড়া মন হলো রঙীন ।
যৌবনে সংসার ধর্ম কর্তব্য দায়িত্ব পালন ,
বার্দ্ধক্যে ধর্ম চর্চ্চা,কৃষ্ণনাম কর অনুক্ষণ ।
অতীতের স্মৃতি তাই সদা মনে জাগে ,
আর না ফিরে পাবে তুমি সেই অতীতটাকে ।


*********************
সকাল - ১১ :0৫ মিনিট  ।
২৪ /0৭ /২১ শনিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।