এসো মা জননী ,দূর্গে ত্রিনয়নী ,
এসো এসো শিবজায়া  !
সন্তানের ঘরে এসো দয়া করে ,
মহেশ্বরী ,মহামায়া  !
সম্বৎসর পরে মাগো ,
আসবে বাপের ঘরে   !
শরতের শারদ প্রাতে ,
উমা আসবে ওরে  !
সিংহবাহিনী  গৌরী মোদের ,
পদতলে মহিষাসুর !
ত্রিশূলে বধেছেন মাতা ,
মহিষ আর অসুর !
ডাইনে অধিষ্ঠিতা লক্ষ্মী ,
আর গনপতি !
বামেতে বিরাজে কার্ত্তিকেয় ,
আর দেবী সরস্বতী !
চৌদিকেতে ঢাকের আওয়াজ  ,
পূজার গন্ধ আসে !
আকাশে ,বাতাসে ঐ-
আগমনী সুর ভাসে !
বছর পর আসবে কন্যা ,
আনন্দ না ধরে !
মেনকা নন্দিনী সে যে ,
আসবে মোদের ঘরে !
গিরিরাজ দাঁড়ায়ে দেখে ,
দরজার বাহিরে !
কতদিন পরে আমার -
উমা আসবে ঘরে !
মেনকা নন্দিনী মাতা  -
গিরিরাজ সূতা ,
দূর্গতি নাশিনী দূর্গা -
ত্রিজগৎ পূজিতা !!


   ******
সন্ধ্যা - ৫:৩০ মিঃ  ,ডেবরা ;
২৮ /০৮ /২০১৭ ,সোমবার  !