আজ রৌদ্রের আগমনে ,
তনুমন চনমনে _
মনে হয় কতদিন ,
আসেনি এ হেন দিন ।


বৃষ্টির পরে এলে রৌদ্র  ,
আবেশে মন খোঁজে অর্থ _
কিছু কি ঘটেছে অনর্থ ,
বৃষ্টি ভেজা দিনের মধ্য ।


বৃষ্টিতে ভাসে দেশ _
নিত্য যাত্রীর ভোগ অশেষ ,
যাতায়াত প্রাণ অন্ত ,
মনে হয় জীবন মৃত ।


সবে প্রায় রোগাহত ,
বৃষ্টিতে হয়ে জব্দ ,
ঘরে বসে দিনরাত ,
শরীরে ধরেছে  বাত ।


সূর্য্য যখন ওঠে হেসে হেসে _
মন অানন্দেতে ওঠে ভেসে ,
আনন্দে ভরে  যায় মন ,
ভাবি শুধু বসে সারাক্ষণ ।


সূর্য্য এসে ঢাকে সাদা মেঘ ,
মনে জাগে ভীষণ খেদ ,
ধ্যাৎতেরি আর না _
বৃষ্টি ভাল্লাগে না ।


সূর্য্য দেব আর যেওনা _
এই শুধু করি প্রার্থনা ।
বৃষ্টি তুমি আর ঝরোনা ,
এই টুকু শুধু কর করুণা  ।


****************
বেলা - ১০:৫৫মিনিট ,
০৬/০৮/২০১৮ সোমবার ।
           ডেবরা


ফোন এর গোলযোগ থাকার জন্য , শেষ অংশ দিতে দেরী হলো ।