নীলঘনাকাশে সাদা বক ঐ ভাসে ,
সারি সারি উড়ে যায় ঐ দূরাকাশে ।
ছেঁড়া ছেঁড়া সাদা দেয়া ভাসে দূর নভে ,
ছোট ছোট পানসী ভেসে যায় নীলার্ণবে ।
চাঁদ হাসে মিঠি মিঠি নীলঘনাকাশে ,  
তারাদের ঝিকিমিকি তাহারই পাশে ।
সমীরন বয়ে যায় মৃদু সুবাসে ,
মেঘেদের মিছিল ঐ ভাসে বাতাসে ।
কচি কাঁচা খেলে  হাসে অতি হরষে ,
মেঘ দেখে বনময়ূরী নাচে উল্লাসে ।
মন চায় ইতিঊতি  কার পরশে ,
চাতক চাতকী বারি যাচে বরষে ।
সবুজ  বনানী দোলে অজানা হিল্লোলে ,
গাছে গাছে পাখী গীত গায় প্রফুল্যে ।
মধুকর উড়ে ফুলে মধু আহরনে ,
অলিকুল ঝাঁকে ঝাঁকে যায় ফুলবনে ।
মরাল মরালী ভাসে কাজলদীঘি জলে ,
রাখাল ছেলে বাজায় বাঁশী বটবৃক্ষ তলে।
বর্ষার আগমনে থমথমে মেঘা ,
গাছে গাছে ডাক দেয় কুহেলী ও কেকা ।
গোলাপ পাপড়ি মেলে ডাকে অলি আয় ,
সৌরভে সুগন্ধে বনবীথিকে মাতায় ।
বনের পাপিয়া ডাকে পিয়া পিয়া ,
বুক দুরু দুরু করে কাঁপে যে হিয়া ।
মধূপে মধুতে ঐ হলো মিতালী ,
এই বুঝি জীবনের মধু গীতালী ।
                  🌷
     🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বেলা  - ১১:৫৫মিনিট ,
০৫ /০৬/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।