পোড়া মন যখন তখন চিন্তা  মগন ,
কোথায় গমন করে কখন শোনেনা বারন ।
মনের ঘরে নেই যে তালা তারে কিছু যায়না বলা ,
হেথা হোথা পালিয়ে বেড়া নেই শেষ রাস্তা চলা ।
যেথায় যখন যাচ্ছে মনে পালিয়ে বেড়ায় সাগর বনে ,
একাই চলে শহর নগর গঞ্জে গ্রামে হয়ে হন্যে ।
ইচ্ছে নেইসে ঘরে ফিরে ঘুরে বেড়ায় চারিধারে ,
যেথায় খুশী সেথায় ঘুরে হেথা হোথা ঘরে বাইরে ।
স্বর্গ মর্ত্য পাতাল ঘোরে তিন ভূবন ,
বিশ্ব ব্রহ্মান্ড বেড়ায় যখন তখন ।
মন না থাকে মনের খাঁচায় বন্দী জীবন ,
পৃথিবী বেড়ায় সারাক্ষণ নেই দিন নেই ক্ষণ ।
যখন যা ইচ্ছা তাই করে কারুর কথা শোনেনা রে ,
মন যে থাকে মনের ঘরে খাটেনা জোর তার উপরে ।


          *****************
সকাল -10 :33 মিনিট ।
24 /11 /21 বুধবার
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।