এ আমরা কোন দেশে ,কোন রাজত্বে বাস করছি  ?
মুহূর্ত্তে মুহূর্ত্তে মৃর্ত্যুর পরোয়ানা হাতছানি দেয় ,
যমদূতের মত নিশাচর ,দুশ্চরিত্র,সুযোগসন্ধানীরা
ঘুরে বেড়াচ্ছে বাড়ীর আশে পাশে
আনাচেকানাচে ¡
বাইরে কি ঘরে সর্বক্ষন ভীত সন্ত্রস্ত হয়ে
জীবন হাতে নিয়ে মুহুর্ত্ত গুনতে হয় জনগনকে ¡
এ কিসের জগতে আমরা বাস করি ¡
কর্মচারি ভোটকেন্দ্র থেকে উধাও হয়ে গেল ¡
কারুর বা ক্ষত বিক্ষত নিথর দেহ পাওয়া গেল ¡
জনগনের কখনো বা ধৈর্যের বাঁধ ভেঙে  যায় ,
আমলারাও মার খায় ,দেখে পুলিশ নির্বিকার ,
প্রশাসন নিরব ¡ মার খাবেইনা বা কেন ?
নেতারা ভুরি ভোজ খায় ,আয়াসে জীবন কাটায় ¡
গদীর লোভে শয়তানের দলকে লেলিয়ে দেয় ¡
তারাই গদী দখল করে  এনে  দেবে ¡
কিন্তু জনগনের  ভোট ,জনগনের জন্যে, জনগনের দ্বারা ,
কোথায় সে সূত্র নিয়ম ,এতো মরুভূমি ?
তবে   কেন মোকাবিলায় নিরব জনগন ?
জাগো জনগন ,নিজেদের অধিকার ছিনিয়ে নাও ¡
শক্ত  হাতে ধর তোমার প্রতিবাদের হাতিয়ার ¡
আদায় করে  নাও তোমাদের নাগরিকের অধিকার ¡


               ***********
সকাল-১০:৪৫ মিনিট
২২/ ০৫ /২০১৮  মঙ্গলবার
         ডেবরা