মন পাখী মোর ডানা মেলে যায় উড়ে যায় ,
নীল আকাশের কোন সুদূরের কোন অজানায় !
সাগর পারে উড়ে উড়ে অনেক দূরে ,
অনন্তহীন সাগর জলের কোন প্রান্তরে !
আকাশ পারের কোন কিনারায় যায় উড়ে যায় ,
নীল আকাশে কোন  সুদূরের কোন অজানায় !


সবুজে সবুজে ঘেরা কোন সবুজের দেশে ,
মনের পাখী ডানা মেলে উড়ে ভেসে ভেসে !
যেথায় শাখায় শাখায় গলাগলি ,কানাকানি কথা ,
পথায় মন যে আমার মিশে গিয়ে শোনে মনের ব্যাথা !
মন যে আমার মগ্ন হয়ে যায় ভেসে যায় ,
নীল আকাশের কোন সুদূরে কোন অজানায় !


অন্ত বিহীন সাগর জলের কোন কিনারায় ,
বন্ধনহীন ,ছন্দবিহীন ,মনযে সেথায় যায় মিশে যায় !
মন ময়ূরী মন যে আমার পেখম তুলে ,
বৃষ্টি ভরা মেঘেরা যেথায় যায়যে চলে !
মনের ময়ূর যায়যে উড়ে কোন সীমানায় ,
নীল আকাশের কোন সুদূরে কোন অজানায়  !


মন পাখী তুই যাসনে উড়ে ,আয় ফিরে আয় ,
মনের ভীতর মন যে আমার যায় হারিয়ে যায় !
মন ডুবুরি ডুব দেয় ,সেই সাগর জলের অতল তলে ,
সাগর সেঁচে , মুক্তো মাণিক  আনবে বলে !
মন পাখী তাই যায় হারিয়ে ,অসম্ভবের সেই সীমানায় ,
নীল আকাশের কোন সুদূরের কোন অজানায়  !


                   *********
বেলা - ১০:৪৫ মিঃ ,ডেবরা ;
২৪ /০৮/২০১৭ ,বৃহস্পতিবার !