কবিতা আসেনা মনে শব্দ ভাষা পড়েনা মনে ,
কোথায় শব্দ কোথায় অমৃত ভাষা এখানে ।
হারাই শব্দ হারিয়ে ভাষা মনে কেন আসে হতাশা ,
শব্দ ভান্ডারের খনি খুঁজে বেড়াই অনন্য সুন্দর ভাষা ।
চঞ্চলা এই মন খুঁজে বেড়াই অনুক্ষণ মনে লয়ে আশা ,
তাই চিন্তি মনে মনে এই বঙ্গভান্ডার অরন্যে নব ভাষা ।


মনের ময়ূর মন জলধর হেরে আনন্দে হয় নৃত্যে মগন ,
শব্দ হারা ভাষা হারিয়ে প্রাণ সদানন্দদে মগ্ন সারাক্ষণ ।
ছন্দ তাল তান লয় মনে জাগে হারা হয় ছন্দময় গীতি ,
কবিতা এসেছে মনে  জাগে প্রাণে মধুময় সখকর স্সৃতি ।
শব্দ গীতি ছন্দ তুলি হৃদয়ে লাগে উৎসাহের মধুর ছন্দ তুলি ,
নৃত্যে গীতি ছনূদে নৃত্যে লাগে আনন্দময় সুমধুর কুহেলি ।


ভাবহারা ভাষা হারা স্মৃতি শুধু  দেয় মাথা চাড়া  ,
কি করি তাই ভেবে মরি অতীত হৃদেতে দেয় নাড়া ।
এসো বন্ধু বসো কাছে কতো কিছু কথা আছে ,
ভাব আছে ভাষা নাই এ কথাটা বলি কার কাছে ।
হেরিয়ে নীরদ বরণ মনের ময়ুর মোর নাচে উল্লাসে ,
পেখম তুলিয়া নাচে ছশ্দ তাল তান লয় দেখে না সে ।
পেখম ছড়িয়ে নাচে হেরে মেঘ উপরে আকাশের পানে,
নাই বাদ্য নাই গান শুধু যে মেঘের টান বাজে সেই ক্ষণে ।


           ××××××××××××××××××××××××××××
রাত্রি = ৯ : ১৫ মিনিট।
১৪ / ১০ /২২  শুক্রবার ।
কোলকাতা  ।