মন মদিরা পাগল সদা
প্রেম আগুনে পুড়ছে  রাধা ।
কালার বাঁশীর সুরে সাধা
বাঁশীতে ডাকে শুধুই রাধা ।


ব্রজের যত ব্রজাঙ্গনা
স্নান করিতে যায় যমুনা ।
তমাল গাছে কৃষ্ণকানাই
হরে নিল তাদের যত বসনাই ।


করজোড়ে সব ব্রজাঙ্গনা
তখন করে কৃষ্ণ আরাধনা ।
বলে দাও ফেলে মোদের বসনা
দিওনা কানু মোদের যাতনা ।


বলে যত ব্রজবালা
বসন ফিরিয়ে দাওহে কালা ।
আমরা গোপনারী যত অবলা,
রন্ধন পাকে হলো যে বেলা ।


দে দে কানাইয়ালাল বসন ফ্যালা দে ,
আমরা যত কূলবধূ স্নান করি জলে ।
ওহে নিলাজ নিঠুর কানাই বসন দে মোরে ,
আমরা কূলের কূলবধূ যাই ফিরে  ঘরে ।


ঘরে মোদের আছে ননদিনী ,শ্বাশুড়ী ,স্বামী ,
গালমন্দ করবে মোদের দিবসযামী ,
সবই জান তুমি ওহে অন্তর্যামী ,
তোমার চরণ ধরে মিনতী করি আমি ।


           *************
রাত্রি - ৮ :২২ মিনিট।
২৪ /০৫ /২১ সোমবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।